সেলিম মণ্ডল-এর তিনটি কবিতা

তিনটি কবিতা

সেলিম মণ্ডল

ধাপ্পা

আমরা প্রায়ই দু-জন দু-জনকে হত্যা করি
এভাবেই পেরিয়ে এলাম কয়েক বছর, কয়েক মাস

প্রতিবার মৃত্যুর পর ভাবি—
একজোড়া কাফন কিনব, সেটাও কেনা হয় না

বাইরে দেনা, বাইরে বৃষ্টি
ভিতরে অবুঝ জোৎস্না রাস্তা ধরে দাঁড়িয়ে থাকে
 

পথ কোথায় টলে যাবে? একই পথে হাঁটি...
মৃত্যুই ধাপ্পা দিয়ে ছিনিয়ে নেয় ধ্বংস

ধারাপাত
শিং উঁচিয়ে আসে। এখনও সহজ নয় কি ধারাপাত?

পাঁকের ফুল, কোমল নয়। কমলে রক্তশিশির।
বাতাসে বয়‍‍‍— হুঙ্কার, হাহাকার

দশের দলিল তারে তারে
কাঁটা থাকে মাছের পাতে
ওটাই কি বিড়াল নয়, যার গলার ঘণ্টা জিভের কাছে টং টং করে?

পেরেক
রাতের গা থেকে খুলে পড়ছে নতুন পেরেক
মশারির মধ্যে থেকে এই দৃশ্য দেখছেন বাবা
মা সেই পেরেক তুলে রাখে যত্নে
একে একে সমস্ত পেরেক খুলে গেলে ভোর হয়ে আসে
সকালে দাঁড়িয়ে থাকি আমি‍‍‍—

একহাতে আরও কিছু জং পেরেক

ও একটা মোটা হাতুড়ি নিয়ে


৮টি মন্তব্য:

  1. একইরকম কবিতা। তোমার কবিতার মতো।

    উত্তরমুছুন
  2. তিনটে শব্দছবি--কাফন / রক্তকমলে শিশির / হাতুড়ি আর জং পেরেক।টানলো।

    উত্তরমুছুন
  3. ভালো কবিতা। বেশ শান্ত ও মসৃণ।

    উত্তরমুছুন
  4. শেষটা দারুণ। বাকিগুলোও ভালো।

    উত্তরমুছুন
  5. দারুন! কবির সিগনেচার স্টাইল...

    উত্তরমুছুন
  6. দারুন! কবির সিগনেচার স্টাইল...

    উত্তরমুছুন
  7. দারুন! কবির সিগনেচার স্টাইল...

    উত্তরমুছুন