জ‍্যোতির্ময় মুখোপাধ্যায়-এর কবিতা


জ‍্যোতির্ময় মুখোপাধ্যায়-এর কবিতা

পাখিরা

দার্শনিক-ঢঙে, ধানের গুনাগুন
পরীক্ষা করছিল আমার জানলায়
অপরূপ পাখি সব
দীর্ঘ-সম্মতিতে আমি ওদের

ফসল ভাবলাম

খিদে

মুরগিরগুলো খুঁটে খাচ্ছিল
খাদ‍্য হবে বলে
এই খিদের পৃথিবীতে
ক্ষুধামান্দ‍্য আজও গভীর অসুখ

আমাদের চেতনাতে

ভুল জুতোর মতো

ভুল জুতোর মতো কবিতা আসে
অস্বস্তিতে ফিরতে থাকি বাড়ি

বাড়ির ভেতর কোনও ঘর নেই
দেওয়াল নেই
উঠোন নেই

শুধু তুমি আছো জেনে
তোমাতেই রাস্তা হাঁটি

সন্ধিপ্রবণ মাঝরাতে

খুব গভীরে একটা নিশ্বাস জমে
আমরা হয়তো টের পাই না
সেই সন্ধিপ্রবণ মাঝরাতে
কেউ এগিয়ে আসে, নোঙর ফেলে
কাছে আসে, নাম শুধোয়
নাম বলতে গিয়ে দেখি
ক্রমশ জড়িয়ে যাচ্ছি নিজেরই আঙুলে
আঙুলের ভেতর চওড়া হয় নদী
তালু বেয়ে উথলে পড়ে
ডোবায় আমাকে, ডোবায় তাকেও
খুব গভীরে একটা নিঃশ্বাস জমে
তলিয়ে যেতে যেতে
আমরা হয়তো টের পাইনি কোনদিন










২টি মন্তব্য: