সুপ্রিয় দেওঘরিয়ার কবিতা


সুপ্রিয় দেওঘরিয়ার কবিতা

ছায়া সিরিজ 
১.
বিহ্বলতার সংজ্ঞা জেনে নিও
ক্লান্তিময় গাছের ছায়ার কাছে
কারণ
প্রতিটি উৎকণ্ঠার পর মানুষ
একটা ছায়ার কাছেই যায়

২.
যাত্রাপথের শেষ নাই
জীবনভর শুধু যাওয়া
ফিরে আসা নাই
নদীর কাছেই তাই
জীবনের গল্প শুনি

৩.
পতনের গল্পের শেষে
পর্দা ফেলে দিও
সমস্ত দর্শক চলে গেলে
আবার নতুন গল্পের
প্রস্তুতি নেমে আসে

৪.
প্রতিবন্ধী কিশোরের কাছে
আমাদের আত্মপ্রত্যয়
রাখা আছে
তার সাফল্যের আনন্দে
মিশে আছে
গোধূলির রাঙা আলো

৫.
কবেকার মোজেসের গল্পের ভেড়াগুলির পাশে
ভবিষৎবাণীর গোপন সুর
লেখা আছে
আগুনের লেলিহান
শিখার নিচে দেখো
আগুন-পোড়া রূপ ভেসে ওঠে

৬.
অনন্ত কী আসে তোমার পথে
অনেক দিন তার দেখা নাই
আমি দৃশ্যমান
অস্ফুট আলোকে

৭.
নদীর শরীরের কাছে
বাঁধা পড়ে আছে
আমার নৌকার দাঁড়
শ্রাবণ মেঘে কতবার
ফুলে উঠেছে জল
আমি শুধু শুনেই গেছি
সাগর সঙ্গমের গল্প


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন