সৃজা রায়-এর কবিতা

সৃজা রায়-এর কবিতা

নরাধম

পৃথিবী আঁকড়ে রক্ত চুষছে এক বিশাল পরোপকারী জোঁক,

অম্বুজাকৃতি মাথাটা নরের,বাকি খন্ডে স্বর্ণলতা ও জুঁই ফুল।

গলদ বাচ্য ইউনিয়নের উঠোনে ন্যক্কারজনক 'লোভ'!

লোভ

ক্ষুধিতরা, চেরা রুটির সাথে যাদের গুড় পাওনা ছিলো,

জনকল্যান বিভ্রান্তিকর কালো অংশে তাদেরই দায় দেওয়া হলো বহু,

অথচ কর্তৃপক্ষের শোকসভার মূলধন, উড়ে গচ্ছিত লিস্ট থেকে 'উধাও'!

উধাও

সীমান্তের পথপ্রদর্শিত মাংসের ছোপ থেকে জন্মেছে কালনেমী।

অ্যাপের মুনাফা বগলের ঘামে পার্ফিউম ছড়ালো।

এতদিনে নিঁখোজদের হদিশ মিলেছে,চেনা মুখেদের জামার 'বোতামে'

বোতাম

মুখভঙ্গিদের আজ আর ধরা যাবে না, চাপা হাসি ঢেকে দিলো মাস্ক।

দ্রুত ষড়যন্ত্র ঘনাচ্ছে আকাশ জুড়ে।

পিতৃ-জিনে মাতৃধর্ম পুরাণতত্ত্বের 'আবিষ্কার'!

আবিষ্কার

শৃঙ্খলবাহী আহ্বানে কবিতাদের নেপোটিজম একা বসে চাঁদ দেখে,

ধূলিকণারা চটির শব্দ না পেয়ে জ্বরে মুষড়ে যায়!

অবাক হই!

রোগগ্রস্ত শাপমোচনের সত্যিকারের আহ্বায়ক নাকি 'বিন্দু শিশির'!

বিন্দু শিশির

অনন্তকাল অপেক্ষার পর সঠিক জানা যাবে ঘাসের মুখে,

'বিন্দু শিশির' গ্রন্থের জন্য সম্মেলনে ঘাসেকে সংবর্ধিত করা হোক!

উল্লিখিত -'নরাধমের লোভ উধাও বোতাম আবিষ্কারে'!


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন