আশরাফুল মণ্ডলের কবিতা
ছুঁয়ে যাও নাবিকের হাত
এক সাগর নিকষ অন্ধকার
বালুকাবেলায়
হালভাঙা নাবিক আছি নিঃশব্দ
পাহারায়
তুমি এলে জাফরান আঁচলের ঘ্রাণ
সর্বরিক্ত নাবিক তবে বুক চিতিয়ে
মোহানায়
তোমার কাছেই যাব চলে জন্মান্তর
ভালো লাগে না আর রণবাদ্য
অর্থ যশের বিবমিষা দেমাক
ধরো হাত জবালা যাই চলো
কুশক্ষেত্রে
শিখে নেবো ইতিহাস সত্য জন্মের
যন্ত্রণার শরে উপহাস বিঁধে হব
সত্যকাম পিতা
বাসনার বিভঙ্গ সকল তুমি নাও
রত্নগর্ভা
অনুচ্চারিত অক্ষরমালা তোমাকে
দিলাম
খুঁজে ফিরি কৈশোরের স্বপ্ন বোঝাই
জাহাজ
যেতে চাই যাবোই তোমার কাছে
জাফরান আঁচলের পাকে জড়িয়ে নাও
ছেয়ে আসে ঝাঁকে ঝাঁকে মাস্তুলের
সোহাগ
সত্যের খোঁজে উন্মাদ তোমার
দারুচিনি চোখ
দিশারী হবেই যত হালভাঙ্গা
নাবিকের.....
মাস্টারি
ছেলেরা মেয়েদের দিকে নজর রাখো
মেয়েরা ছেলেদের দিকে নজর রাখো
তোমরা কেউই সন্দেহের উর্ধ্বে নও
ছেলেরা যখন মেয়েদের কথা শুনবে
মেয়েরা যখন ছেলেদের কথা শুনবে
গভীর বোঝাপড়ায় ঠিক হোক তোমরা
কি চাও
তোমাদের পারস্পরিক মতবিনিময়
জরুরী
বুঝবে যখন সব ঠিকঠাক
আমাকে খবর দিও সত্ত্বর
অঙ্কের স্যারকে পাঠিয়ে দেব
তৎক্ষণাৎ
শেখাবেন তিনি তোমাদের
দুই এক্কে দুই
দুই দু গুণে চার...
মনে পড়ে
কতবার বলেছি তাকে মনে পড়ে
খুব মনে পড়ে
কালো মেঘ ঘনিয়ে এলে
বৃষ্টি পড়লে
ঘন ঘন বাজ পড়লে
কিম্বা ধরো তুমুল ঝগড়া হলে
বারবার বলেছি মনে পড়ে মনে পড়ে
এখন হয়তো সে বেশ ভালো আছে
গাড়ি বাড়ি চাকর বাকর
আত্মীয় স্বজন
নদী নদী সুখ
তবুও আমার মনে পড়ে
নিকানো উঠোন ছেঁচ্ তলা
ছিঁচকে কাঁদন মুচকি হাসি
ফালতু তর্ক ঝগড়াঝাটি
আবার কাছাকাছি
আজও মনে পড়ে খুব মনে পড়ে...
মাঝখানের কবিতাটি আগে পড়েছি।বাকি দুটি প্রথম পড়লাম।অসাধারণ কবিতা।খুব ভালো লাগল।
উত্তরমুছুনঅজস্র ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন পাঠক বাবু।
মুছুন