প্রতাপ হালদার -এর কবিতা

প্রতাপ হালদার -এর কবিতা


আঁচ

চলো হেড-টেল করি
পরজন্মের মুদ্রা

মুঠ খুলে দেখ -
ধান ঝাড়াই এর উঠোন
মাটিরঙ প্রেমিকা 
সদ্য ফ্যান ঝড়ানো ভাতের কাছে যে বছর শীত এসেছিল 

এ সবই আমার নিজের তখন 




মানুষ 

 সাড় পাচ্ছি না, থুতু গিলে খাচ্ছি 
একসময় জলের বালির মতো 
                        থিতু

ভাত পেলে
খুঁজে পাই নিজস্ব মথ

এভাবেই মিশে আছি তোমাদের ভেতর 
প্রণাম তোমাকে,  মানুষ 




তোয়াজ 

তোমার ভেতরই জেঁকে আছি 
সূর্যের ধনুকপথ আগলে 
                            
অবাধ গন্তব্যে যাও 
মেঘ হবে না কান্নাও 

সম্পর্ক কেবল পিয়ানোয় তুলে আনে বাদক 
তোমারা শোনো 





৩টি মন্তব্য: