সুজল সাহা'র কবিতা

সুজল সাহা'র কবিতা

ঢেউসংক্রান্ত


মিন্টো পার্ক ক্যাসেল কর্ণার থেকে শেক্সপীয়র সরণির পথ্য

গভীর জলের মাছ
শেকড়ের দুঃস্বপ্ন মুছে প্রিয় সোনাঝুরির আদর

ঢেউসংক্রান্ত সমস্ত পর্যবেক্ষণ মুছে এই নাবিকের সমুদ্র মন্থন

নীলকণ্ঠ পাখি তাহার করুণাধারায় অস্থির অস্থির...

খড়কুটো

ম্যাজিক সার্কেল পেরোলে আপেল ভাগের স্মৃতি

পথের কালিমা মুছতে বালিকাকে ডাকি

পতনশীল জলের তোড়ে ভেসে যায় খড়কুটো মায়া।

তবু

গঙ্গাকিনারে অদম্য প্রাণের উচ্ছ্বাস
একলা রাস্তায় চর্বিতচর্বণ

তপ্তবালিপথ অতিক্রম করি।

শেকড়ের খোঁজে দিনরাত একাকার

তবু ডুবুরির উজ্জ্বল পায়ের ছাপ দেখি না কোথাও।





1 টি মন্তব্য:

  1. এতো ভালো । এতো ভালো ! যে ভাষায় প্রকাশ করতে পারবো। এ কবিতা শিল্পের স্পর্ধার দক্ষতার চরম সীমা স্পর্শ করছে । কবিকে আমার সশ্রদ্ধ প্রণাম ।

    উত্তরমুছুন