মাচায় বসে খেয়াল হল রাস্তায় বাঁক আছে
দেবাশীষ সোঁ
১
নিজেকে সাজাতে যেটুকু সময় লাগে আরকি
পথ কারো বাপের নয়
তোমার ছুটার অধিকার আছে মানে আমারও
সেটাই জরুরি
আপাতত আমি ছাল খুলছি
একবার ট্রাকে দাঁড়াতে দাও বুঝে যাবে বাং মারাতে আমি আসিনি
অভদ্র ইতর যা খুশি ট্যাগ লাগাও
ভেঙে দেব সব
বুঝে যাবে বাপের জমিদারি বড়জোর মোড় মাথা
তারপর....?
২
সামলাতে পারছনা নিজেকে
ছুঁচোবাজি ছুঁড়ে দিয়ে ভেবেছ ভয় পেয়ে যাব?
সাপটা হয়ে সিঁধিয়ে পরবে ঘরে!
ধুত্তোর ওসবে আমি মুতি
বলার হলে সামনে বলো
মারার হলে সবার সামনেই কেলিয়ে দাও
ম্যায়ম্যায়ে জুজু পুষে পেছনে লেজ নেড়ে লাভ কি!
বারুদ দুজনার আগুন কিন্তু যে যার...
৩
বিভ্রান্তি জেগেছে নিজের
ছটকে বেড়াচ্ছ!
আমার তো কিছু নেই
হারাবার ভয় জাগে না আমার
ঝুরঝুরে মাটি অনাবাদী, ধরেই নিলে ফসল ফলবে না
তাহলে আর কি!
নাও হেরেই গেলাম
এসো ঝাঁপ দাও আমি মরতে রাজি...
৪
নতুন একটা টিউশনের খোঁজে হন্যে ছেলেটা
ঝেড়েদেয় রাগ
প্রেমিকার সাথে ঝগড়া করে
কথায় কথায় দূরত্ব টেনে বিড়ি খায়
এসব প্রতিপক্ষ জানে না
হামলাতে জানে, জানে পেছনে থেকে ছুড়ি মারতে
বিশ্বাস করো আমি জানি
একটা স্পেশাল ছাড়া হয়ে গেলে
পিছন টা পুড়ে যায়
দাগ থাকে অনেকদিন...
৫
রাগটুকুর জন্যেই বেঁচে আছি
ওটাই জাগিয়ে রাখার রসদ
যেদিন শান্ত হয়ে পরব
চারদিকে এই দাপাদাপি বন্ধ হয়ে যাবে
পায়ে পায়ে মিলিয়ে যাবে টুকরো টুকরো ঢেউ
মাচায় তাসের আড্ডা দেখবে রাস্তায় বাঁক রয়েছে
বাঁক থাকলে সামনেটা আর দেখা দেখা যায়না
শীতলপাটি তে ঋষি কণাদ গুনে চলেছেন প্রমাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন