অর্পিতা আচার্য'র কবিতা

অর্পিতা আচার্য'র কবিতা 

আত্মকথা


নদীর ধারে সংসার
হাঁড়ি কুড়ি , বাসনকোসন
বন্ধকী কারবার!
কী বন্ধক রাখি আর
আত্মা ছাড়া?
এই আত্মা
দেহজ খোলস 
পাঁশুটে চুলের পাশে 
বিম্বাধর-
 
ধূসর এ রুহ, আর
ছদ্মবেশী খণ্ডিত নফস্!
 

একটা সাদা কাপড় 
ঝোলে গাছে-
মুদ্রায়
বিভঙ্গে
বাতাসে পত পত
অথচ
পতাকার মতো তার কোনো
মেরুদন্ড নেই
 

অনন্ত মাঠের ধারে 
মুখোশ খুলে রেখে স্নানে নামলে
বিলের জল তোমার জলদেহকে
নিয়ে ভুসভুস ডুব সাঁতার...
এক রাক্ষুসে সিন্দুক
আত্মা নিয়ে গচ্ছিত রাখবে
আর জল থেকে উঠে এলে দেখবে
ফেলে যাওয়া আবরণ
এখন জলদ মেঘ...
 
 
 আমরা লোফালুফি খেলছিলাম
 কথার বল, প্রতিশ্রুতির রোদ
 তৃতীয় চোখ ও আগুন 
 আর একটা ভিকট্রি স্ট্যান্ড
 
 উপুড় হয়ে পড়ে থাকা
 অমর্ত্য আকাশ -
 আমাদের রেফারির মতো বলে দিল
 আউট! আউট!

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন