এক পঙক্তির কবিতা
মৃত্যুর আগে
এতটাই
বুড়ো হয়ে গেছি, হাসতে বললেও কান্না পায়
বাড়ি
দরজার ওপারে গেলেই বাইরের দিকটা নিজের মনে হয়
আমার কাছে
ভালোবাসা একটা তিনকোনা পিরামিডের কেন্দ্র
আদিম প্রেম
বাড়ি
দরজার ওপারে গেলেই বাইরের দিকটা নিজের মনে হয়
আমার কাছে
ভালোবাসা একটা তিনকোনা পিরামিডের কেন্দ্র
আদিম প্রেম
তখনও
পৃথিবীতে উপন্যাসের জন্ম হয়নি
কবি-১
যতক্ষন হাতে একটা পৃথিবী ছিল, ততক্ষণ কবিতার প্রয়োজন হয়নি
ভুক্তভোগী
বন্দুকের নলই জানে, বারুদের গন্ধ কতটা ঝাঁঝালো
থার্মোমিটার
যতক্ষন হাতে একটা পৃথিবী ছিল, ততক্ষণ কবিতার প্রয়োজন হয়নি
ভুক্তভোগী
বন্দুকের নলই জানে, বারুদের গন্ধ কতটা ঝাঁঝালো
থার্মোমিটার
জ্বরের পরিমাণ কি যন্ত্রে মাপা যায় আদৌ?
পর্নোগ্রাফি
পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দরীটিও জানে, তার মুখে কোনো সৌন্দর্য্য নেই
প্রাণ
একটা সিলিং ফ্যানের আয়ু কোনোদিনই তার মালিক ঠিক করে দিতে পারে না।
কবি-২
প্রতিদিন ঘুম থেকে উঠি একটা নতুন কবিতা লিখব বলে, কিন্তু...
বাড়ি, আদিম প্রেম, আমার কাছে, ভুক্তভোগী, থার্মোমিটার, পর্নোগ্রাফি খুব ভালো লাগল। বাকিগুলো নিয়ে আরো ভাবা যেতে পারে। পুরোপুরি ব্যক্তিগত মতামত কিন্তু। ভালোবাসা নিও। ❤️❤️
উত্তরমুছুনবেশ ভালো, সংযমী ও গভীর শব্দযোজনা।
উত্তরমুছুন