সুদীপ্ত মাজি'র কবিতা

সুদীপ্ত মাজি'র কবিতা
 
 
 
অসমাপ্ত গানের খাতা : ১
 
কথাপ্রকাশের মধ্যে গান এলো খুব
চুপিসাড়ে

এখনও হাওয়ার কানে শিস্ দেয় কারা?

বলতে পারিনি কিছু,
অবরোধ জারি,
টপকাতে পারিনি আজও
অতন্দ্রিত সমাজ-পাহারা !
 

 
অসমাপ্ত গানের খাতা : ২

 
আধখানা সুর আজও আলাপের ছলে
ভরে রেখে

মাঝেমধ্যে জেগে ওঠো শীতঘুমে মজে যাওয়া
মনের পাড়ায় !

আজও কি তেমন করে ঝড় হয়? বৃষ্টি হয়?
বজ্রবিদ্যুতের আলো জাগে?

গানের সুরভি গলে এখনও আলোর মতো
কোনও কোনও দিন

কি হয়? কী হয়!
 

 
 
অসমাপ্ত গানের খাতা :
 
ঝড়ের কবলে মেঘ উপকূলতট ছুঁয়ে
ভেঙে পড়েছিলো...

অতর্কিতে শুরু হওয়া বৃষ্টি-সিরিয়ালে
জেগে উঠলো গান আর মল্লারের ডানা জুড়ে
বিগত ফাল্গুনস্মৃতি, অবিশ্রাম মায়ামরীচিকা...

গানে কে বাজায় এতো করুণ সরোদ?
গানে কে সাজায় এতো বাষ্পচাপ ঘন?

স্মৃতির ভেতরে মুখ, অস্পষ্ট

কুয়াশার চাদরে জড়ানো! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন