পায়েলী ধর-এর কবিতা

পায়েলী ধর-এর কবিতা


বিষণ্ণ হওয়ার আগে

নিছকই ফুল দেখে হঠাৎ জেগে ওঠো
আমারও মোমঘর ভিজছে নিরুপায়
শ্রাবণ ভেঙে আজ যে-নদী লেখা হবে
আনত তার ঢাল খাদের কাছ ঘেঁষা
লালচে গাঁথানির উফ্ কী কারুসাজ
কে যেন ছেনি ঠুকে গড়েছে ইমারত
তুমিও আলগোছে ছড়াবে পিচ্ছিল
মেঘালো সাদা ঢেউ আহ্ কী উত্তাপ
 

 
জাগলার

যেতে হতো বলে
এতোখানি পথ
হাঁটা হল
এখন ঘরের দিকে ফিরে
খুঁজে আনি আয়না ও জল
আমাকে দু'ভাগে কাটে
আমি ও আমার নকল

 
 
বিসর্জন

পুরনো ঘরবাড়ি এবং চালচুলো
ফেলে কে চলে যায় এখন অবেলায়
শান্তি আগুনের শান্তি ছাইপাঁশ
সেসব গুলেবেটে কে যেন গিলে খায়
ধূসর স্তূপে সে চিহ্ন ছেড়ে গেছে
ভাসালে ফিরবেনা, এমনই বেইমান
আমিও স্মৃতিভুখ, এখনও জল ছুঁয়ে
ভাসানে ফুটে ওঠে বিদেহী প্রতিমা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন