রাখী সরদার-এর কবিতা


 রাখী সরদার-এর কবিতা
 
অলিভিয়া

       
এ জায়গা কারোরই তেমনভাবে
ভালো লাগার‌ কথাই নয় ...
পারাপার হীন শান্ত

তবু রোজ আসি,দেখি ---

গাছেরা নীরবতার জ্বরে পুড়ে যাচ্ছে...
হাওয়ায় ভাসে ধূপ গন্ধ
ছায়া তর্জনী ক্রমশ নীল
বিবর্ণ শরীরে
সমস্ত মানুষ ধ্যানরত


শুধু একটি নীল প্রজাপতি
ছোট্ট ডানা মেলে উড়েই চলেছে...
মাঝমধ্যে ডানা ভারী হলে
নেমে আসছে একটি বিশেষ পাথর সৌধে

মুহূর্তে সাদা পাথর সৌধ
আশ্চর্য আলোয় টলোমলো

বুঝতে পারি ছোট্ট অলিভিয়া
এখনো জেগেই থাকে
আগের মতোই হেসে ওঠে...

              
                    
এক মুঠো পাগল ধুলোবালি

চোখের রোমাঞ্চে 
তখন বিন্দু বিন্দু পিঁপড়ের ডানা...
 
যা কিছু পরিচয়,
কিংবা কুৎসা,ভালোবাসা 
মাটি ছুঁয়ে মাটির অতীত ।
 
অনেকগুলো দিন পরে চমৎকার
রোদ্দুর এনেছো...কিন্তু কী হবে!
 
মৃত্যুর পর আর কী দিতে পারো?
 
যা পারো এক মুঠো পাগল ধুলোবালি
স্থির চিহ্নের পরে ছড়িয়ে ছড়িয়ে...
 
                      
 
শব্দ নেই, অথচ শব্দময়
 
আর কথা নয়
চুপ করে আকাশ দ্যাখো,মগ্ন তারা,আলো
শব্দ নেই, অথচ কি শব্দময়!
 
তোমার নিঃশ্বাসের টুকরো মুঠো ভরে
 বাড়ি ফিরি,বিছানায় তাকে শুইয়ে বসে থাকি,
বসে থাকি চুপ করে...
 
শব্দ নেই, অথচ কথায় কথায় ভোর,
ঘাসের অধরে ক ফোঁটা শিশির
শব্দ নেই, অথচ কি শব্দময়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন