মহানবমীর গদ্য

প্রত্ন-ইচ্ছা

মৌমিতা পাল



বিশাল বড়ো ঢোলা পাজামা , বড়ো বড়ো স্বপ্নের ভার , সফলতার একাকীত্ব ঘুষঘুষে জ্বর হয়ে ঘাড়ে চেপে বসার আগেই হৃদি ঘুমোতে গেল। পাশের ঘর থেকে ভেসে এলো ফিসফাস , অতীত - ভবিষ্যৎ - কত কথা। কাছের মানুষগুলো আগলাতে জানে না , বড়ো একলা করে দেয়। ঘুমোতে ঘুমোতে কোন কোন সংলাপ জ্যান্ত হয়ে ওঠে।

- মেয়েটা মন্দ নয়, প্রেম হতে পারে
- প্রেম হতেই পারে, ভালোবাসা নয়
- অথচ জেগে ওঠে শিহরণ
- অক্লান্ত ঘুমের আগেই স্বপ্ন জাগে অচেতনে
- শোন না , বলছি যে দক্ষিণ খোলা জানলাটা একা - চুপচাপ গান শোন তো একটু
- এই দেখ , প্রজাপতি বাসা বাঁধে বাবুইয়ের কোলে,
গানের গন্ধ আর ভালোলাগার সুঘ্রাণে
- তুই একটা চুমু খাবি? অবশ্য সাবেকী মদ মন্দ নয়
- চলতে পারে

-শরীর পেরিয়ে অনেকদূর যেতে পারি
-তবু শরীরকে তো পার করতেই হয়

-আর তারপর একলা ঘুড়ে দাঁড়াব
বয়:সন্ধির কৌতুহলে...
- আর আমি , হাসতে হাসতে গড়িয়ে যাব মালভূমি- পর্বতে । আর তুই অনেকদূর থেকে বলবি- 'আস্তে,‌ পড়ে যাবি...'
- হা হা , আমি তখন চেয়ার - টেবিল চুরি করে
আস্ত পাহাড় - পার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন