মুন মুন ভৌমিক দাম-এর কবিতা

মুন মুন ভৌমিক দাম-এর কবিতা


বসন্ত রোদ্দুর

আরশিতে বর্ষা মুখর সন্ধ্যা 
ছাঁচে ফেলে কবিতা  গ্রীবায় 
অহেতুক হাতের মুঠোয় বসন্ত রোদ্দুর...
খুঁটে খাও স্বরলিপি লুকোচুরি  সুখ-দুখ 
ইরেজার পেন্সিল অকপটে খুলে রাখে ঘুম জলজ বৃত্ত ত্রিভুজ...
আমিতো অবাধ আকাশ  অরণ্য বুদবুদ...
আমার ঘরের আনাচে কোনাচে ফুটপাত বাইলেন 
গলানো মেঘ  ছুঁয়ে  যাওয়া স্টেশন... মনে পরে  তোকেই...


ফ্রেম

এখানে ছোঁয়াচে আকাশ পরজীবী 
শোক ঝরে বাতাসের গায়ে 
চেনা গলিপথ ডাক পিওনের খামে...
উঁকি দিয়ে যায় পতনের শব্দ  
হয়তো বা কেও  দেওয়ালের ফ্রেমে...  
পিচ ঢালা রাস্তায় চেনা রিংটোন কথা জমে যতসব অকারণ  
আমিতো অঞ্জলি সাজাই 
সবুজ পাতায়...
তুমিও কি  ক্লোরোফিল মনে 
শিস দিয়ে যাও শূন্যতায়...


ফেরা

আমার খোলা চুলে 
আাষাঢ়ী মেঘের মতো  বনলতা ফেরে...
অগোছালো কেবিন কবিতা রঙিন  
গোপনে গোপনে ব্যস্ত আঙ্গুলে...  
বুনো ফুলে তখন  রাত নামে ভীষণ...


অর্ঘ্য
                   
দীর্ঘশ্বাসে চুবিয়ে রাখিস 
রোজ সকালের অনন্তকাল 
তোর জন্য রেখে দিলাম নীরবতার সাত সকাল... 


আয়োজক
            
ডাইরির পাতায় ধূলো জমে তবুও...
অক্ষরেরা আমার কপালে তিলক কেটে যায়...


জায়গীর
                       
যা কিছু দূষণ শোষণ ক্লোরোফিলে জমে
কথারা আলুথালু 
বিষন্নতার রোদ্দুর...  


আড়াল      
     
ভালোবাসা অনেকটা পোশাকের মতো  
তাই... 
মন থেকে শরীর খুলে রাখি 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন