কানাইলাল জানা'র কবিতা

কানাইলাল জানা'র কবিতা


শালিকের সংসার


দুঃখ কষ্ট ভোলার জন্য আমরা হাত ভর্তি  চুমু মাথা ভর্তি স্বপ্ন নিয়ে ঘুঙুর বাজাতে বাজাতে যাবো। টিয়ার ঝাঁক বেঁধে উড়ে যাবে ব্যর্থতাগুলি,ডেঁয়ো পিঁপড়ের সাহস নিয়ে ফিরে আসবে বিশ্বাস।মাতৃভাষা-কে স্নেহ চুম্বন দিয়ে ঘিরে রাখবে জলের কোলাহল।
যে নদী অন্ধ হয়ে পড়ে আছে তাকে ডেকে তুলবে ধানী লংকার খাকখাক। মাথায় ফেট্টি বাঁধছে  মুদ্রাদোষ, এখুনি বাজারে যাবে...

হেঁয়ালি যাবে কীর্তন গাইতে, হুক্কাহুয়া ব্যস্ত ঝাড়ফুঁকে। পুনর্জন্ম বিতরণ করছে ব্রহ্মজ্ঞান। জিলিপির প্যাঁচ দিচ্ছিল আল্পনা যা দেখে গোরুর খুঁটিতে মুগ্ধ ইশারা বেঁধে দেয় শালিকের সংসার...




কারা শিক্ষা লাভ করবে


বরাবর চেয়েছি আমরা তো তবু কিছু পড়াশুনো করলাম।  এবার  গাছগাছালি  মাঠ ময়দান পড়াশুনো করুক।ঘাইভর্তি পুকুর  স্মৃতিভ্রষ্ট চৌবাচ্চা দরকষাকষি করা পাখিতীর্থ পড়াশুনো করুক। পালংশাক ধনেপাতা গাঁটি কচু শিক্ষিত হোক্। চালতা আমড়া সজনেগাছ ডাক্তারিটা শিখুক। রামছাগল বকনা বাছুর দেশি
মোষ পাঠশালায় যাক্। সিঁড়ির পর সিঁড়ি উঠে যায়,ঘাত প্রতিঘাত কাকে বলে শিখুক...

ঢেউ গুনে গুনে দিন যায় যে ঝাউ পল্লির, রাগ হিংসে সরবরাহ দেয় যে ষড়রিপু, কাস্তে ছুরির ধার দেয় যে ষড়যন্ত্র চাই তারা প্রত্যেকে শিক্ষিত হোক্।  যে জোঁক  শুধু ছেঁকে ধরে যে ঠ্যাঙ শুধু ছোড়া জানে যে চিৎকার  শুধু হাওয়া গরম করে তাদের প্রত্যেকে শিক্ষিত হওয়া খুব দরকার...


ভালোবাসা শালুক নয়


ভালোবাসা সেই পতঙ্গ কিছু দিয়েই যে মরে যেতে চায় অথবা ভালোবাসা সেই সম্পর্ক  যে আশাবাদ কে নিয়ে যায় অজ্ঞাতবাসের কাছে বা ভেসে যাওয়া মনস্কামনাকে টেনে আনে বাঁধা-ঘাটের কাছে।ভালোবাসা আসলে ছিঁড়ে যাওয়া সুতো ঘুড়ি ও লাটাইয়ের ওপর যার আছে যার আছে বেজায় দখল...

ভালোবাসার কাজ বিষাদসিন্ধু কে সূর্যোদয়ের কাছে টাঙিয়ে রাখা। ভালোবাসা হল সেই পরম্পরা যে আঘাতকে ভাবে আবেশ,  আগুনকে রাখে উদ্দীপনায়, সত্যি কে স্থাপন করে অনন্ত-রাস্তায়...

ভালোবাসা শালুক নয় যে বেলা হলেই ঘুমিয়ে পড়া, প্রকৃত
সে পারিজাত যার কাজ মন খুলে রং দেওয়া...


সন্ন্যাস নেওয়া আঁশ বঁটি


ফুল ফুটলে  তার শব্দ পাব বিস্ফারিত, চুপ থাকবো এমনই ।
ইচ্ছে এমন হবে ভালোবাসা  তার পিঠে  চেপে ঘুরে আসবে খাজা খোজার দেশ...
বৃষ্টি পড়াকে দেখব ঝংকৃত পায়ের নূপুর, এমন অনুমান।
উদাসীনতা ডাকবে মোরগের ডাক,  ভাষা হবে এমন স্বকীয়।
ঘটনার ঘনঘটা থেকে উঠে আসবে পিপাসার্ত মাচান, সাঁতার কাটব এমনই।

এমন যন্ত্রণা পাব আত্মার আত্মীয় হবে সন্ন্যাস নেওয়া আঁশ বঁটি...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন