পঙ্কজকুমার বড়ালের কবিতা

পঙ্কজকুমার বড়ালের কবিতা

 

১৷
টোটো চালকের প্রেম

 
 
বিষুবরেখার মতো প্যারাডক্স নিয়ে তুমিও কি শূন্যে ঘুমাও? এদিকে গ্রাফাইট বনে এসেছে প্রকাণ্ড বাঘ৷ হালুম শব্দে তার—কেঁপে ওঠে বনজ সময়৷ এসব থেকে দূরে, রৈখিক বৃষ্টির শহরে, কোনো এক টোটো চালক—জেব্রাক্রসিং থেকে সাদা দাগ তুলে নিয়ে গৃহে চলে যায়৷
 

 

২৷
ফরাসি সাহিত্যের মেয়ে

 
 
ফরাসি সাহিত্যের মেয়ে আমাকে ঘুমাতে বলেছে৷ তবু আমি সারারাত— মাথার ভিতর লণ্ঠন জ্বালিয়ে, নির্নিমেষ চোখ খুলে কাটিয়ে দিয়েছি৷ কয়েক পেগ ভদকা নিয়ে ব্লিজার্ড শুনছে মেয়ে৷ তার উরু পিছলে যাচ্ছে লণ্ঠনের হলুদ আলোয়৷ এখন আকাশে কোনো পাখি নেই, দূরতম চুল্লিতে নেই ধোঁয়া৷ খাঁ-খাঁ বুকের মাঝে বেঘোর মেয়েটি অকপট ঘুমিয়ে রয়েছে৷
 
 

৩৷
একটি ডিলেমা

 
 

একটি ডিলেমা শূন্যে ভেসে আছে; তার নিচে, মুখোমুখি আমরা৷ আমাদের অস্পষ্ট হাত-পা এবং দাঁড়াবার ভঙ্গিটি থেকে কিছু গুঞ্জন- রাস্তায়, ধুলোয় ছড়িয়ে পড়েছে৷ দূরে একটি চিৎকার৷ কিছু নির্বিকার লোক৷ ইতস্তত ভ্যাপার, তার হলুদ আলোয় উড়ছে- চুমু, খেউড় আর মাতালের প্রলাপ৷
 

 
 
 
৪৷
দৃশ্যের ভিতর সিনেমা
 


আততায়ী৷ মৃদু পারফউম৷ যৌনদৃশ্যে ফুল ফুটছে৷ এবং এক নারী আশ্চর্য মমতায় কাঁদছে৷ তার পাহাড়, নদী, উপত্যকায় মৃদু হরিণ৷ খুন..খুন..খুন..ক্যামেরা ম্যান বাঘ, দৌড়াচ্ছে৷ নারী হাসছে, তার হাসির ভিতর সিনেমা চলছে৷ দর্শক হাততালি দিচ্ছে মুহুর্মুহু৷

২টি মন্তব্য: