বেবী পোদ্দার এর কবিতা

বেবী পোদ্দার এর কবিতা 

এই মায়া তোমার আমার



আমি তাকে দিতে চেয়েছিলাম পূর্ণিমার মায়া
আর সে অমাবস্যাকে নিয়ে চলে গেল 
অন্য এক রাস্তায়, অন্য এক গোলক ধাঁধায়

জীবনে তার বিয়োগ বলে ছিল না কিছু
বিয়োগের কথা ভেবে এক মুহূর্ত বিয়োগ করতে চায়নি কখনো
আমি যার কথা লিখছি সে কেবলই
আলো আলো করে বাঁচতে চেয়েছিল, আলোকে সঙ্গে নিয়ে নয়
                       

                      

কাছে না এসে দূরে যাওয়ার কথাই বলে গেলে 
ছেড়ে চলে যাওয়া কি এতটাই সহজ! 

বন্ধনের সুতো কি এতটাই ঢিলেঢালা!
মৃত্যুকে জয় করে বেহুলা এনেছিল যে জয়
তার অহংকারের টিকা আজও লেগে আছে
রমণীর কপালে

তুমি যদি ভাবছো সাগরের থেকে ঢেউকে ছিনিয়ে নেবে
সে ভুল
স্রোত যে দিকেই বাঁক নিক
ঢেউকে সঙ্গে নিয়েই বয়ে চলে সে

 


বিয়োগের যন্ত্রণা বুঝতে চাওনি কখনো
যোগের আনন্দেই মেতে থাকলে সারাটা জীবন
যদি বুঝতে, তাহলে আজ
আর একটু থেকে যাওয়ার কথা বলতে
থেকে যাওয়া মানে আরও বেশি নৈকট্যের চিহ্ন রেখে যাওয়া
হৃদয় নদীর স্রোতে যে গভীরতা
যদি বুঝতে
ডুবে যাওয়ার ভয়ে নয় ভেসে থাকার আনন্দে
বেঁচে থাকতে লোভ হয় না তোমার!
 

   

ভাবো আমিই জোনাকির আলো 
তোমার গাঢ় অন্ধকারে আমার সামান্য উপস্থিতি কত উজ্জ্বল
কত মায়াবী
তুমি তো জানো মানুষ যখন ভাসতে থাকে 
তখন খড়কুটোও বেঁচে যাওয়ার একমাত্র সম্বল হয়ে ওঠে
তোমার আলোহীন ওই উঠোনে
আমিই হয়ে উঠতাম তোমার মায়াজোৎস্না


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন